ডিজিটাল আইনের মামলায় বিএনপি নেতা মেজর হাফিজের জামিন

প্রচ্ছদ » জেলা » ডিজিটাল আইনের মামলায় বিএনপি নেতা মেজর হাফিজের জামিন
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দুজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে তারা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে তাদের জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক। সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. কাকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হাফিজ উদ্দিন আহমেদ ও বাবুল বিশ্বাস আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাদের দুই জনকে জামিন দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগে ২৪ ডিসেম্বর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে বাবুল বিশ্বাসের মোবাইল ফোনে কেন্দ্র দখল করে ভোটের ফলাফল তাদের পক্ষে নেওয়ার কথোপকথন হয়। তাদের এ ফোনালাপ ফাঁস হলে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ তালুকদার বাদী হয়ে ২৮ ডিসেম্বর লালমোহন থানায় আটজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ হাফিজ উদ্দিন আহমেদ এবং বাবুল বিশ্বাসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। পরে মামলাটি বিচারের জন্য বরিশাল সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৮:২৭   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ