বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলায় ৫ শিক্ষককে শোকজ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ৫ শিক্ষককে শোকজ
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম ভঙ্গ করে রাতে বিদ্যালয়ে চত্বরে পতাকা উড়ার ঘটনায় বিদ্যালয়ের পাঁচ শিক্ষকে শোকজ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। একই সঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের ঘটনার জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত পাঁচ শিক্ষকে শোকজ এর সত্যতা নিশ্চিত করে জানান, রাতে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি জানতে পেরে আজ সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিনসহ পাঁচজন সহকারী শিক্ষককে সরকারি চাকরী আচরণ বিধিমালা ২০১৮ এর ২(খ) এর উপধারা(অ),(আ),(ই) ধারা মোতাবেক অসদাচরণ ও দায়িত্ব অবহেলার সামিল বিধায় তাদের শোকজ করা হয়েছে। এবং আগামী তিনদিনের মধ্যে এ ব্যাপারে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসা নিখিল চন্দ্র হালদার জানান, দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। ওই বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় পতাকার অবমাননা করেছেন। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি রীতি মতো প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করেছেন।
উল্লেখ্য, গত সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোলা সদরের শিবপুর ইউনিয়নের ২৪নং দক্ষিণ পশ্চিম শিবপুর শরীফ সরদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাতে উড়তে দেখা গেছে জাতীয় পতাকা। বিষয়টি ছড়িয়ে পড়লে এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২৫   ৩৪৫ বার পঠিত