দেরিতে হলেও মেঘনায় ধরা পড়ছে রূপালী ইলিশ

প্রচ্ছদ » অর্থনীতি » দেরিতে হলেও মেঘনায় ধরা পড়ছে রূপালী ইলিশ
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১



---

ছোটন সাহা ॥
দেরিতে হলেও ভোলায় মেঘনা নদীতে ধরা পড়তে শুরু করেছে রূপালী ইলিশ। তুলনামূলক কিছুটা কম হলেও গত তিনদিন ধরে ইলিশের দেখা পাচ্ছেন জেলেরা। এদিকে নদীতে ইলিশ ধরা পড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা। সেই সঙ্গে জমে উঠেছে মাছের আড়ৎ। পাইকার, আড়ৎদার ও জেলেদের হাকডাকে মুখরিত ইলিশের আড়ৎ।
নদীতে ট্রলার-নৌকা, জাল নিয়ে ইলিশ ধরায় নেমে পড়ছেন জেলেরা। হাসি ফুটেছে তাদের মুখে। অনেকেই ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর চেস্টা করছেন। মেঘনায় এখন ইলিশ ধরার উৎসব চলছে। ভরা মৌসুমের শেষ দিকে এসে হঠাৎ করেই ইলিশ পাওয়ায় খুশি উপকূলের মৎস্যজীবীরা। জালে ইলিশ ধরা পড়ছে, তাই পাল্টে গেছে জেলে পল্লীর চিত্র। দিনভর নদীতে ছুটছেন জেলেরা।
ভোলা সদরের ইলিশা, তুলাতলী, ভোলার খাল ও নাছির মাঝি ঘাটে দেখা গেছে, সরগরম ইলিশের আড়ৎ। নদী থেকে ইলিশ নিয়ে ঘাটে আসছে ট্রলার, তারপর সেই মাছ চলে যাচ্ছে আড়তে, চলছে কেনা-বেচা। কেউ ইলিশ ওজন দিচ্ছেন, কেউ  বরফ দিয়ে প্যাকেটজাত করছেন, কেউ বা ব্যস্ত ঝুড়িতে ইলিশ সংরক্ষণে।
তুলাতলী ঘাটের জেলে বশির মাঝি, রহিম ও শাহিন জানান, ৩ দিন ধরে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। কখনও বেশি, আবার কখনও কিছুটা কম। তবে, আগের তুলনায় জেলেরা কিছুটা বেশি ইলিশ পাচ্ছেন। এ অবস্থা অব্যাহত থাকলে সঙ্কট কাটিয়ে অনেকেই ঘুরে দাঁড়াতে পারবেন।
ভোলা মৎস্য ও জেলে সমিতির সভাপতি মো. এরশাদ ফরাজি বলেন, নদীতে এখন মাছ ধরা পড়ছে। আরও দু’দিন এ অবস্থা থাকলে বলা যাবে পুরোপুরি ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে কি-না। কারণ, এ মৌসুমের শুরু থেকে কখনও বেশি আবার কখনও কম ইলিশ ধরা পড়তো। এতে জেলেরা কষ্টে আছেন। বর্তমানে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তা অব্যাহত থাকলে জেলেরা ঘুরে দাঁড়াতে ও দেনা শোধ করতে পারবেন।
ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, এখনও মাছের ভরা মৌসুম চলছে, তাই নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে, এতে জেলেরা খুশি। তবে মৌসুমের শুরুতে (জুলাই-আগষ্টে) ইলিশ তেমন ধরা পড়েনি। আশা করা যায় চলতি সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে।

বাংলাদেশ সময়: ০:১৬:১৪   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ক্যাপসিকাম চাষে ঝুঁকছেন ভোলার কৃষকরা
ভোলায় তরমুজের ক্রেতা নাই
তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
ভোলার বাজারে সব ধরনের মাছের দাম আকাশ ছোয়া!
মাচা পদ্ধতিতে সবজি চাষে সফল ভোলার কৃষকেরা
ভোলায় SOYEE প্রোগ্রামের চাকুরি বিষয়ক মেলা অনুষ্ঠিত
লাল তীর সীড’র সাথে জিজেইউএস’র চুক্তি স্বাক্ষর
ভোলার বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশীরভাগ পন্য
ভোলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের আবাদ
কাউন্সিলর থেকে উদ্যোক্তা লালমোহনের মনির



আর্কাইভ