অনিশ্চয়তায় উপকূলীয় অঞ্চলের শিশু- শিক্ষার্থীদের জীবন, বেড়েছে শিশু শ্রম

প্রচ্ছদ » নারী ও শিশু » অনিশ্চয়তায় উপকূলীয় অঞ্চলের শিশু- শিক্ষার্থীদের জীবন, বেড়েছে শিশু শ্রম
শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভোলার বোরহানউদ্দিনের হাজারো শিশু-শিক্ষার্থীর জীবন কাটছে অনিশ্চয়তায়। ছুটিতে ছুটির ঘণ্টা,ঢং ঢং শব্দে স্কুল ছুটির ঘোষণা আসে না বছর পেরিয়েছে। বারান্দায় নেই কচি কণ্ঠের প্রতিধ্বনি। বন্ধের প্রতিটি দিনে অলেখাই রয়ে গেছে স্কুলের শত শত গল্প। সন্তানের এই অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় দিন দিন মানসিক যন্ত্রণায় ছটফট করছে উপকূলীয় অঞ্চল বোরহানউদ্দিনের হাজারো পরিবারের অভিভাবকরা। সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ বেরিবাধ এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গিয়েছে রাস্তাঘাটে, লোক-জমাটপূর্ণ এলাকায় পসরা সাজিয়ে মুখরোচক খাবার বিক্রি করছে শিশু শিক্ষার্থীরা। শিশুরা এসব পসরাকে নিজেদের দোকান বলে মনে করেন। তাদের ভাষ্য মতে এ দোকানগুলোর ক্রেতা- তাদের মতো শিশুরাই। বোরহানউদ্দিনের উদয়পুরের রাস্তার পাশে পসরা সাজিয়ে বসা শিশু (দোকানদার)৭ম শ্রেণীর শিক্ষার্থী আবদুল আহাদ জানিয়েছে, আমড়া, পেয়ারা, কামরাঙ্গা, আচার, ঝালমুড়ি শিশু খাদ্য বিক্রি করেন। আজ ১০০ টাকার মত খাবার বিক্রি করছেন।স্কুলের নাম জিজ্ঞেস করলে সে বলে ভুলে গেছি এত দিন পর তা কি! মনে থাকে। শিশু আহাদের মতো আবদুর রহমান, ইষান, ফজলে কবীর, জিহাদসহ অনেকেই এমন দোকান সাজিয়ে সকাল থেকে সন্ধ্যার আগ মূহুর্ত পর্যন্ত মুখরোচক খাবার বিক্রি করেন। সেখানে এসব খাবার কিনতে ভিড় করেন শিশু ক্রেতারা, এতে বাড়ছে শিশুশ্রম। এদিকে দারিদ্রপীড়িত চরাঞ্চলের নদীর পাড়ের পরিবার গুলো অভিঘাত আরও নির্মম, অভাব বেড়েছে। অনেক শিশুর দিন কাটছে বাবা-মায়ের সঙ্গে খেত-খামারে কাজ করে কিংবা চরে চরে ছাগল চরিয়ে। ফলে পড়াশোনার সঙ্গে তৈরি হয়েছে যোজন যোজন দূরত্ব। বাড়ছে ঝরে পড়ার আশঙ্কা। শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে গেছে একটা শিক্ষাবর্ষের পুরোটাই। আরেকটি শিক্ষাবর্ষের অর্ধেকটা চলে যাওয়ার পথে। এই লম্বা সময়ে বিশেষ করে ভোলার বোরহানউদ্দিনের মেঘনা-তেঁতুলিয়া নদীর পাড়ের শিশুদের মতো প্রত্যন্ত এলাকার শিশুদের মনোজগতে বিদ্যায়তনের যে কাঠামো ছিল, তা চলে এসেছে অনেকটা বিলীয়মান অবস্থায়। অরপন, জিহাদ দুইজনই নাগর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী। করোনা মহামারির কারণে বিদ্যালয় বন্ধ থাকায় পরীক্ষা ছাড়াই তৃতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিতে উঠার জন্য তাদের কোনো ধরনের বেগ পেতে হয়নি। আবার চতুর্থ শ্রেণিতে ওঠার পর প্রায় ছয় মাস পার হতে চললেও নতুন বইগুলো খুলে দেখা হয়নি এখনো। পরিবার থেকেও পড়াশোনার কোনো চাপ নেই। এখন অরপন ও জিহাদের সময় কাটে নদীতে আবার কখনো অন্যর কাজ করে। তারা জানায়, নতুন বইগুলো কোথায় রাখা হয়েছে, সেটাও মনে নেই তাদের। তাদের মত শিশু বয়সেই অনেকেই আবার কাজ করে জেলে পল্লীতে হতদরিদ্র আর হতাশায় কাটছে তাদের জীবন। তাদের বাবা আজিজুল হক, সাত্তার মিয়া বলেন, এখন স্কুল বন্ধ কি আর করমু আমাগো লগে আরেকটু নদীর নামলে ভালো হইবো, স্কুল খুললে তখন আবার স্কুলে যাইবো, আর না খুললে আমাগো মত জেলে হইবো পরিবার নিয়ে খুব কষ্টে আছি, আপনারা আইলে তবুও একটু মনের কথা বলতে পারি,সরকারকে বলেন ওগো বিদ্যালয় খুইলা দিতে। শিশু সাব্বির এর বাবা খালেক মিয়া জানান, শিশুদের ঘরবন্দি করে রাখা যাচ্ছে না। অন্য শিশুদের কর্মকান্ড দেখে আমার শিশুও একই পথে এগুচ্ছে। স্কুল বন্ধ থাকায় পড়াশোনা ভুলে গেছে। এদের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে। আগামী ১২ই সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করলে হয়ত ওরা আবার পড়া লেখায় মনোযোগী হবে। বেড়িবাঁধ এলাকায় বাসিন্দা উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নুর ইসলাম এর সাথে আলোচনা হয় এ বিষয়ে তিনি বলেন, শহরের শিক্ষার্থীরা প্রাইভেট শিক্ষকের কাছে পড়ে কিছুটা হলেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কিন্তু চরাঞ্চলে, বেড়িবাঁধে সেটিও নেই তাদের আর্থিক সামর্থ্য কম,অভিভাবকরাও অতটা সচেতন না, বেশিরভাগই জেলে হত দরিদ্র পরিবার। কথা হয় বোরহানউদ্দিন সরকারী আবদুল জব্বার কলেজের প্রভাষক মোস্তাফা কামালের সঙ্গে”তার পর্যবেক্ষণ মহামারিতে শিক্ষাব্যবস্থা পুরোটাই ভেঙে পড়েছে। মোবাইল ফোনে আসক্তি হচ্ছে অনেকেই। এই ক্ষতি পুষিয়ে নিতে পারবে কিনা ধারনা নেই তার। ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়ার সাথে বিষয়ে আলাপ তিনি জানান করোণা মহামারীর কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব নয় তবে শিশুদের নিরাপদ রাখতে সরকার মূলত এ পদক্ষেপ নিয়েছে। এদিকে একাধিক অভিভাবক, সচেতন মহল মনে করেন আগামী ১২ সেপ্টেম্বর সরকার যে স্কুল কলেজ খোলার ঘোষণা দিয়েছেন তা অবশ্যই শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর এবং তাদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য এর বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ২২:৫৩:২৯   ৪৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ওয়েষ্টার্নপাড়ায় ব্যাংক কর্মকর্তা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী আটক
দুই সন্তান জন্মের পর স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছর সাথে বেঁধে রাখার অভিযোগ
ইলিশায় মাদকাসক্ত স্বামীর নির্যাতনের শিকার ২ সন্তানের জননী
মিডওয়াইফ পরিচালিত স্বাস্থ্যসেবা প্রকল্পের জেলা পর্যায়ে সমাপণী
বোরহানউদ্দিনে দুই সন্তান রেখে নিরুদ্দেশ প্রবাসীর স্ত্রী
শিশুদের মাঝে সেচ্ছাসেবীদের বসন্তের আনন্দ
ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশু আলিফা বাঁচতে চায়
পুকুরে ডুবে নিথর শিশু হোসাইন
ভোলায় পারিবারিক শত্রুতার জেরধরে গৃহবধূকে এলোপাথারি মারধর



আর্কাইভ