বুধবার, ২০ মার্চ ২০২৪

জনসচেতনতায় চরফ্যাশনে জলবায়ু ফোরামের প্রচারাভিযান

প্রচ্ছদ » চরফ্যাশন » জনসচেতনতায় চরফ্যাশনে জলবায়ু ফোরামের প্রচারাভিযান
রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য সুরক্ষার বিকল্প নেই। করোনা যায়নি, রয়েছে আপনার আশপাশে। সংক্রমণ এড়াতে ঘরের বাহিরে গেলে নিয়মিত মাস্ক পড়–ন এবং হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করুন।করোনা জিবানু/ভাইরাস থেকে রক্ষায় সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুয়ে নিন।

---

রবিবার ৫ই সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দিনব্যাপী চরফ্যাসন উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ও পৌর শহরের হাটবাজারে ভ্রাম্যমান অটোবাইকে প্রচার যন্ত্র লাগিয়ে কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সিএফটিএম প্রকল্পের অর্থায়নে ভোলা জেলার চরফ্যাসন উপজেলা জলবায়ু ফোরামের উদ্যোগে জন সচেতনতায় প্রচারণা হচ্ছে।
এসময় বাইক থেকে জনসাধারনকে জনসমাগম¯হলে মাস্ক পরা, করোনা থেকে বাঁচতে কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জনসাধারণকে লিপলেট বিতরণ করা হয়।
করোনা সংক্রমণ ও নিয়ন্ত্রনে রবিবার থেকে চরফ্যাশনে ৮দিন ব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। প্রথমদিনে প্রচার অভিযান কার্যক্রমের উদ্ভোধন করেন চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২৮   ৪০৪ বার পঠিত