লালমোহনে সালিশ বৈঠকে বেধম মারপিটে রিকশা চালক হোসেনের মৃত্যু নিয়ে ধূম্রজাল

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে সালিশ বৈঠকে বেধম মারপিটে রিকশা চালক হোসেনের মৃত্যু নিয়ে ধূম্রজাল
রবিবার, ২৯ আগস্ট ২০২১



স্টাফ রিপোর্টার ॥
লালমোহনে রিকশা চুরির অভিযোগে সালিশ বৈঠকে কাউন্সিলরের মারপিটে হোসেন নামে এক রিকশা চালক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার পর পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবির রিক্সা চুরির বিচার করার সময় অতিরিক্ত মারপিটে হোসেন নিহত হয়েছে বলেও দাবি পরিবারের।

---

নিহতের মা ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, পৌর ০৮নং ওয়ার্ড শেখের দোকান যুবন আলী হাং বাড়ির রফিকের ছেলে হোসেন এলাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি হোসেনের বিরুদ্ধে রিক্সা চুরি করে বিক্রির অভিযোগ ওঠে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় কাউন্সিলর সাইফুল কবিরের অফিসে সালিশ বৈঠকের ব্যবস্থা করা হয়। সালিশ বৈঠকে উপস্থিত হওয়ার সাথে সাথে দালাল বাড়ির আকতার কোন কিছু বুজে উঠার আগেই হোসেনকে মারধর করেন। পরে সালিশ বৈঠকে প্রথমত হোসেনের মাকে তার ছেলের বিচার করতে বললে সে ছেলেকে ২/৩ টি বাড়ি দেয়। কিন্তু হোসেনের মায়ের সে বিচার মনভূত না হলে কাউন্সিলর সাইফুল কবির নিজে লাঠি দিয়ে হোসেনকে বেধম মারপিট করে। অতিরিক্ত মারপিটে হোসেন মাটিতে লুটিয়ে পড়লে বৈঠকে থাকা ব্যক্তিরা সটকে পরতে থাকে বলে অভিযোগ করেন হোসেনের মা। অসহায় হোসেনের মা তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। পরে থানা পুলিশ গিয়ে নিহত হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলায় প্রেরন করেন।
অপরদিকে অন্য একটি সূত্র জানায়, সালিশ বৈঠক শেষে হোসেন বাড়িতে গিয়ে রাতের খাবার খায়। পরে অভিমান আর অপমান সহ্য করতে না পেরে হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ওই সূত্রটি জানায়। এ বিষয়ে জানতে অভিযুক্ত কাউন্সিলর সাইফুল কবির জানান, সালিশ বৈঠকে হোসেনকে মারপিটের কোন ঘটনা ঘটেনি। হোসেনের মা সন্তানের অপরাধ প্রমান হলে চড় থাপ্পর দিয়ে নিয়ে যায়। এ ঘটনায় একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৫৬   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা
ভোলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাকা নিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার



আর্কাইভ