বুধবার, ২০ মার্চ ২০২৪

ডিজিটাল বাংলাদেশ নির্মাণের স্বপ্নদ্রষ্টা জয়: এমপি শাওন

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ডিজিটাল বাংলাদেশ নির্মাণের স্বপ্নদ্রষ্টা জয়: এমপি শাওন
শুক্রবার, ৩০ জুলাই ২০২১



---

স্টাফ রিপোর্টার ॥
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, তথ্য ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ নির্মাণের স্বপ্নদ্রষ্টা ও তরুন প্রজন্মের অনুকরণীয় হলেন সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে ইন্টারনেটকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন সজীব ওয়াজেদ জয়। আজ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। শুক্রবার (৩০ জুলাই) সকালে ভোলার লালমোহন উপজেলায় সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে ভার্চ্যুয়ালি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
এসময় তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জয়ের কর্মে আজকের বাংলাদেশ যেন সর্বত্র জয়ময়। বেকারত্ব ছিল বাংলাদেশের তরুণদের জন্য অভিশাপ। সেই অভিশপ্ত জনশক্তিই এখন বাংলাদেশের সম্পদ। গত একযুগে দেশে তথ্যপ্রযুক্তির যে বিকাশ হয়েছে, তার অন্যতম কারিগর তিনিই। নেতৃত্ব ও প্রভাবের কারণে ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হন জয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:১২:২১   ৫০১ বার পঠিত