বুধবার, ২০ মার্চ ২০২৪

চরফ্যাশনে দুটি সামুদ্রিক মাছধরার ট্রলার আটক, কম মুল্যে মাছ নিলাম

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে দুটি সামুদ্রিক মাছধরার ট্রলার আটক, কম মুল্যে মাছ নিলাম
রবিবার, ১৮ জুলাই ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায় ভোলার চরফ্যাশনের চরমানিকা কোস্টগার্ড রবিবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান সামুদ্রিক মাছসহ দুটি ট্রলার আটক করেন। পরে মেরিন ফিসারিজ অফিসার সাইদুর রহমান আটককৃত ট্রলার এফবি মাহিম-১ এর ২২ হাজার টাকা জরিমানা, মাছ ২৫ হাজার টাকা মুল্য নির্ধারণ করে ট্রলার মালিককে নিলাম দেন এবং  এফবি নুপুর ট্রলারের ২০ হাজার টাকা জরিমানা, মাছ ১০ হাজার টাকা নির্ধারণ করে ট্রলার মালিককে নিলাম দেন।
স্থানীয়রা জানান, ট্রলার দুটিতে প্রায় দুই লাখ টাকার মাছ থাকলেও নাম মাত্র মুল্যে মাছ নিলাম দেয়া হয়েছে এবং ট্রলারের নুণ্যতম জরিমানা করা হয়েছে। এতে সরকার রাজস্ব কম পেয়েছে।
এ প্রসংগে মেরিন ফিসারিজ অফিসার সাইদুর রহমান বলেন অনেকের সুপারিশ ছিল এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে এমূল্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, অনেকের সুপারিশ রক্ষা করতে কিছুটা ছাড় দিতে হয়।

বাংলাদেশ সময়: ২১:০৯:৫৯   ৪১৭ বার পঠিত