ডাক্তার পরিচয় দিয়ে রেন্টেকার ড্রাইভারের কাছে থেকে প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » ডাক্তার পরিচয় দিয়ে রেন্টেকার ড্রাইভারের কাছে থেকে প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগ
রবিবার, ৪ জুলাই ২০২১



---

স্টাফ রিপোর্টার॥

ভোলায় ডাক্তার পরিচয় দিয়ে রেন্টেকার ড্রাইভারের কাছ থেকে বিকাশে প্রতারণা করে  টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ জুলাই) দুপুরে ভোলা বোরহানউদ্দিনের রেন্টেকার ড্রাইভার রাছেল, সোহেল ও রাখাল এই প্রতারনার শিকার হন। এই   ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। রেন্টেকার ড্রাইভাট মো: রাছেল   সাংবাদিকদের জানান, দুপুরে স্থানীয় রেন্টেকার  ব্যবসায়ী শহীদ উদ্দিন আমাদের ফোন দিয়ে ৩ গাড়ি লাগবে বলে ডাক্তার রেজাউলের নম্বর দেন ০১৩০৯৮৬৭১৪৬। পরে তাকে ফোন দিলে তিনি বলেন,  আমি ভোলা সদর হাসপাতালের ডাক্তার রেজাউল বলছি। ঢাকাতে আমাদের একটা ইন্টারভিউ আছে ভোলা থেকে ২৬ জন লোক যাবো। আমাদের ৩টি নতুন  হায়েস গাড়ি লাগবে। ভোলা সদর হাসপাতালে চলে আসেন। আসা মাত্রই  তিনি চেম্বারে ব্যস্ত আছেন বলে ১০ মিনিট পরে ফোন দিবে বলে জানান। কিছুক্ষন পড়ে ডাক্তার পরিচয় সেই  প্রতারক নিজেই ফোননদিয়ে আমাদের কাছে টাকা আছে কিনা জিজ্ঞাস করেন। পরে ফেরী ভাড়াবাবদ   কিছু টাকা আছে বললে তিনি বিআইডব্লিউটিসি   একজন কর্মকর্তা তার পরিচিত আছেন বলে একটি নম্বর দেন। বলে আমাদের কথামবললে আপনার কাছে কম খরচ রাখবে। পড়ে এই নম্বরে ফোন দিলে বলে ডাক্তার সাহেব আপনাদের কথা বলছে। তাহলে ০১৭১৯৮০৮১৭ বিকাশ করেন আমি টিকেট করে রাখছি। পড়ে ঐ নম্বরে ৫ হাজার ১শ টাকা পাঠাই। তারপরে ঘন্টা দুইকে হাসপাতালের সামনে বসে থাকলেও ডাক্তার আর আসেনা। পরে ডাক্তারের নম্বরে ফোন দিলে সেই নম্বর বন্ধ পাওয়া যায়। এর কিছুক্ষণ পরে বিকাশদেয়া ফোন নম্বরে ফোন দিলে ঐ নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এর কিছুক্ষন পরে বুঝতে পারি যে  আমরা প্রতারণার শিকার হয়েছি।   এই ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানায়, আমার বিষয়টি তদন্ত করে দেখছি। যদি অভিযোগ সত্য ও প্রমানিত হয় তাহলে প্রতারকদের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। যাতেমভবিষ্যৎতে কেউ যেন প্রতারণা করার সাহস না দেখায়।

বাংলাদেশ সময়: ১৭:০২:০৫   ৫৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় পোস্ট অফিসে আইসক্রিমের ব্যবসা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮৫ মণ মাছ জব্দ
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা
ভোলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার



আর্কাইভ