শশীভূষনে সিঁদ কেটে স্বর্ণালঙ্কার, নগদ টাকা নেওয়ার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » শশীভূষনে সিঁদ কেটে স্বর্ণালঙ্কার, নগদ টাকা নেওয়ার অভিযোগ
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১



শশীভূষন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রবাসী দুলালের বাড়িতে সিঁদ কেটে রাত আনুমানিক ১টার সময় ঘরে ঢুকে প্রবাসীর মেয়ে খালেদা, হাফছা ও (মা) জুলেখার গলায় ছুরি ঠেকিয়ে কানের জিনিস ও বাক্সে থাকা আরো প্রায় পাঁচ ভরি স্বর্ণ ও নগদ ৫০হাজার টাকা সহ আসবাবপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার  গিয়াস উদ্দিন ও তার সঙ্গী খোকনসহ অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে।
প্রবাসীর মেয়ে খালেদা অভিযোগ করে বলেন গত (১৯ জুন শনিবার) রাত ১টায় আম্মু ঘরে না থাকার সুবাদে বারান্দার সিদ কেটে মাটি সরিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় আমাদের  গলায় ছুরি ঠেকিয়ে বলে কথা বললে মেরে ফেলবো এমন হুমকি দিয়ে কানের জিনিস, স্বর্ণের চেইন ও বাক্সে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণ ও নগদ৫০ হাজার টাকা শহ ঘরের দামি  আসবাবপত্র নিয়ে যাওয়ার সময় গলা থেকে ছুরি নামিয়ে নিলে আমরা  চিৎকার করে উঠলে আমাদের  ডাক চিৎকারে তাদের হাতে থাকা ছুরি রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় সোলারের আলোতে আমরা তাদের মধ্যে দুই জনকে স্পষ্ট দেখতে পাই তাদের মধ্যে একজন গিয়াস উদ্দিন ও তার বন্ধু খোকন সহ আরো একজন ছিলো।
পার্শ্ববর্তী আব্দুল মান্নান হাওলাদার জানান রাত আনুমানিক দেড়টার সময় চিৎকার শুনে আমি এবং আমার ছেলে ঘুম থেকে উঠে চিৎকার দিয়ে বেরিয়ে আসার সময় ৩/৪জনকে পালিয়ে যেতে দেখি পরে অনেক ডাকচিৎকার করেও তাদের ধরতে পারলাম না তারা দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয় যুবলীগ সভাপতি আবদুল মান্নান হাওলাদার জানান বখাটে গিয়াস উদ্দিন ও তাঁর সঙ্গী খোকনসহ তাদের একটি টিম রয়েছে যাদের কাজ হল চুরি/ ডাকাতি করা এদের অত্যাচারে এলাকার মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছেন এদের লাগাম টেনে না ধরলে সামনের দিনগুলো আরো ভয়ানক হবে বলে মনে করেন স্থানীয় সমাজসেবক ও সুশীল সমাজ।
এ বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০:২৭:০০   ৬০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় মহানবী (সা.)কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০ মণ মাছ জব্দ
মনপুরায় গাঁজাসহ এক মুদি ব্যবসায়ীকে আটক
বোরহানউদ্দিনে ইলিশ মাছ রান্না না করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
ভোলায় সাড়ে ৩ হাজার কেজি অবৈধ মাছ জব্দ করেছে কোস্টগার্ড
মুখে গামছা বেঁধে সিসিটিভি বন্ধ করেও রক্ষা পেল না চোর
মেঘনায় ১৫ হাজার তরমুজ নিয়ে ডুবে গেল ট্রলার, উদ্ধার-৬ নিখোঁজ-১
ভোলায় ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলের কারাদন্ড
ওয়েষ্টার্নপাড়ায় ব্যাংক কর্মকর্তা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী আটক
ভেজাল সেমাই তৈরি, লালমোহনে ৩ কারখানাকে জরিমানা



আর্কাইভ