বুধবার, ২০ মার্চ ২০২৪

অসহায় মানুষের জন্য কাজ করবে ‘তোফায়েল আহমেদ ফাউন্ডেশন’

প্রচ্ছদ » প্রধান সংবাদ » অসহায় মানুষের জন্য কাজ করবে ‘তোফায়েল আহমেদ ফাউন্ডেশন’
সোমবার, ২১ জুন ২০২১



আদিল হোসেন তপু ॥
‘তোফায়েল আহমেদ ফাউন্ডেশন’ ভোলাসহ সারাদেশের অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করবে বলে জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। রোববার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা চত্বরে প্রতিবন্ধী যুবক মো: মিজানুর রহমানের কর্মসংস্থানের জন্য একটি ইজিবাইক বিতরণকালে ভার্চ্যুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদের নামে প্রতিষ্ঠিত ‘তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধী যুবককে ইজিবাইক দেওয়া হয়। এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদ।

---

তিনি বলেন, তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের মাধ্যমে দরির্দ্য মানুষের সেবায় পরিচালিত হবে হাসপাতাল, বৃদ্ধাশ্রম, শিক্ষাবৃত্তিসহ আর্তমানবতায় সেবামূলক কাজ।
তিনি বলেন, আমার মায়ের নামে বৃদ্ধাশ্রম গড়ে তুলেছি। যেখানে বৃদ্ধা নারীদের মায়ের মত সেবা দেওয়া হচ্ছে। শুধু ভোলা নয়, এই ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশের অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করা হবে।
ভোলার উপ-শহর বাংলাবাজারে গড়ে তোলা হয়েছে আজাহার ফাতেমা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ওই মেডিক্যাল কলেজ হাসপাতাল তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে বলেও জানান তিনি। মেডিক্যাল কলেজের দায়িত্বে রয়েছেন তার মেয়ে ডা. তাসলিমা মুন্নী। যেখানে বিনা টাকায় গরিব মানুষ চিকিৎসাসেবা পাবেন।
এ সময় তিনি তার সব স¤পদ আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত তোফায়েল আহমেদ ফাউন্ডেশনে দান করার ঘোষণা দেন।
তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, তিনি (বঙ্গবন্ধু) আমাকে অতি ¯েœহ করতেন। তার রাজনৈতিক সচিব করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সারাবিশ্বে প্রশংসিত।
তিনি বলেন, করোনা মোকাবিলায় এখন দেশে টিকার সংকট নেই, করোনাকালীন প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ প্রশংসিত। তিনি দেশের মানুষের জন্য কাজ করছেন। এবারের বাজেটকে সময় উপযোগী বাজেট বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা আওয়ামী লীগ স¤পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ স¤পাদক নজরুল ইসলাম গোলদার, তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের মহাসচিব মইনুল হোসেন বিপ্লব,  প্রেসক্লাব সভাপতি এম, হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান বশির আহমেদ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান প্রমুখ।
জানা যায়, ২০১৬ সালে প্রতিষ্ঠা করা হয় তোফায়েল আহমেদ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান তোফায়েল আহমেদ। মহাসচিবের দায়িত্ব পালন করছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩২   ৫২৮ বার পঠিত