বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

দক্ষিণ আইচা থানায় ৩ দিনের রিমান্ডে প্রতারক দিপু

প্রচ্ছদ » অপরাধ » দক্ষিণ আইচা থানায় ৩ দিনের রিমান্ডে প্রতারক দিপু
শুক্রবার, ৪ জুন ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
আলোচিত প্রতারক মো.আশরাফুল ইসলাম দিপুকে শুক্রবার দক্ষিণ আইচা থানা পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছেন।
জানাযায়, দক্ষিণ আইচার নোমান নামে এক যুবকে ধর্ম মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা হাতিয়ে নেন দিপু। পরে চাকরি না দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন কারণে দিপু। এ ব্যাপরে নোমান দক্ষিণ আইচা থানায় প্রতারণা মামলা দায়ের করেন। ওই মামলায় দক্ষিণ আইচা থানা পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক।

---

দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, তাকে জিজ্ঞেসাবাদ করার জন্য আদালতে ৭ দিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দিপু নিজেকে কখনও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক, কখনো সরকারের শীর্ষ কর্মকর্তা, কখনো ব্যবসায়ী আবার কখনো বনে যান ক্ষমতাসীন দলের ছাত্রনেতা। সুবিধামতো ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে আসা এই যুবক চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২৩:২৭:২৮   ১২৬৩ বার পঠিত