বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

প্রচ্ছদ » প্রধান সংবাদ » ভোলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
শনিবার, ৩ এপ্রিল ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।  সম্প্রতি শহরে ওবায়েদুল হক কলেজ মাঠে আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান বশীর আহমেদ এই লাঠি খেলার  আয়োজন করেন। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহি লাঠি খেলা দেখতে ভিড় করে শতশত মানুষ। দর্শকদের হাততালিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। আগত লাঠি খেলার দুটি দল ১৬  রকমের খেলা প্রদর্শন করেন। এ সময় তারা দর্শককে বেশ মাতিয়ে তোলে। বর্ণিল সাজে লাঠি হাতে লাঠিয়ালরা অংশ নেন এ খেলায়। খেলা দেখে দর্শকরা অভিভূত হন।

---

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান বশীর আহমেদ জানায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ অন্যন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  লাঠিখেলা আয়োজন করা হয়। যাতে নতুন প্রজন্ম গ্রাম বাংলার এই খেলার সাথে একই সাথে পরিচিতি হবে অন্যদিকে গ্রামীন অতিহ্য টিকে থাকবে এই খেলার মাধ্যমে। সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়তে আগামীতেও এই ধরনের খোলা আয়োজনা হবে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৫০   ৭৭২ বার পঠিত