বুধবার, ২০ মার্চ ২০২৪

মুসল্লিদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

প্রচ্ছদ » জেলা » মুসল্লিদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
সোমবার, ২৯ মার্চ ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ঢাকার বায়তুল মোকাররাম মসজিদ ও চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসাসহ সারাদেশে মুসল্লিদের হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ। শনিবার দুপুরে ভোলা শহরে যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মহাজন পট্টি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাংলা স্কুল মোড় গিয়ে অনুষ্ঠিত হয় এক সমাবেশ।

---

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমান ও মসজিদের দেশ। বাংলাদেশকে ভালোবাসতে হলে এদেশের ইসলাম প্রিয় ছাত্রজনতাকে ভালোবাসতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে। কিন্তু আজকে নিরপরাধ নিরীহ মুসল্লিদের ওপর পুলিশ ও সরকার দলীয় হামলার ঘটনা প্রমাণ করেছে তারা মূলত এদেশকে ভালোবাসে না। বরং ভিন দেশ ও ভিনদেশী শাসকদের ভালোবাসতে বেশি আগ্রহী। ভিন দেশের স্বার্থ হাসিল করতে গিয়ে সরকার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ স্বাধীনতা দিবসে দেশের নিরীহ জনগণকে নির্বিচারে হত্যা করলো, তাদের বিদেশী
প্রভুদের খুশি করতেই।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারন সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি আকবর হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের মোঃ এছহাক ফরাজী, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, ছাত্রদল নেতা জি,এম ছানাউল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:৩৬:২৩   ৪৪১ বার পঠিত