বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

নাশকতার বিরুদ্ধে ভোলায় স্বেচ্ছসেবকলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রচ্ছদ » জেলা » নাশকতার বিরুদ্ধে ভোলায় স্বেচ্ছসেবকলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সোমবার, ২৯ মার্চ ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
উগ্র সাম্প্রদায়িক অপশক্তির হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতার প্রতিবাদে ভোলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে দেশে চালানো তান্ডবের প্রতিবাদে রবিবার (২৮ মার্চ) দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে এক প্রতিবাদ সমাবেশ হয়। এতে ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু সায়েম এর সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আবিদুল আলম বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য জাকির হোসেন, ইউনুছ রাশেদ, আরিফুল আলম, আবু নাঈম সোহাগ, বনি আমিন, হাছনাইন আহমেদ, আমিরুল ইসলাম বাবু, জিম প্রমুখ।

---

এসব কর্মসূচিতে সাম্প্রদায়িক অপশক্তি চক্রের বিষদাঁত উপড়ে ফেলতে ও তাদের প্রতিহত করতে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, ধর্মের নামে রাজনীতি বন্ধ করতে হবে। বাংলার উগ্র সাম্প্রদায়িক অপশক্তির স্থান হবে না বলে জানায়। এসময় আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরের ঘটনায় জামাত-শিবির এবং হেফাজতের কর্মীদের দায়ী করে অবিলম্বে তাদের গ্রেফতার ও বিচার দাবি করেন। একই সাথে দেশের উন্নয়ন বিরোধী হরতাল প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দরা।

বাংলাদেশ সময়: ০:৩৫:০৫   ৫২১ বার পঠিত