চরফ্যাশনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৫ ইউপি চেয়ারম্যান নির্বাচিত

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৫ ইউপি চেয়ারম্যান নির্বাচিত
শনিবার, ২৭ মার্চ ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
আগামী ১১এপ্রিল প্রথম ধাপে অনুষ্ঠিত হবে চরফ্যাশন উপজেলার ৫ ইউপি নির্বাচন। সারাদেশের ন্যায় চরফ্যাশন উপজেলায় জাতীয়তাবাদি দল বিএনপি দলিয় প্রতিকে নির্বাচনে অংশগ্রহন করেনি। এছাড়াও বাংলাদেশ ইসলামী আন্দোলনের তিন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই বাচাইয়ে বাতিল ও দুই প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের ৫ ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচীত হয়েছে।

---

শুক্রবার (২৬ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন বলেন, উপজেলার মাদ্রাজ, হাজারীগঞ্জ, চরকলমী, জাহানপুর ও এওয়াজপুর ইউপি নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনিত তিন প্রার্থীর মনোনয়ন বাতিল ও দুই প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ৫ জন ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীকে নির্বাচীত ঘোষণা করা হয়েছে।
নির্বাচীতরা হলেন, নৌকা প্রতিকের প্রার্থী মাদ্রাজ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবদুল হাই, হাজারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সেলিম হাওলাদার, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের স¤পাদক নাজিম উদ্দিন হাওলাদার, চরকলমী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাউছার মাস্টার ও এওয়াজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খোকন আলম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কোনো প্রার্থী না থাকায় ৫ চেয়ারম্যান পদ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং সংরক্ষিত ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীদের প্রতিক বরাদ্ধের পর থেকে এ ৫টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড ও পাড়া মহল্লায় ইউপি সদস্য প্রার্থীরা উৎসব মুখর প্রচারণা শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:৫৪   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাঠদানের অনুমতি পেলো চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ
চরফ্যাশনে সেই বিধবার বিদ্যুৎ বিল পরিশোধ
মুখে গামছা বেঁধে সিসিটিভি বন্ধ করেও রক্ষা পেল না চোর
মিষ্টিমুখ করাতে গিয়ে সন্তানের মুখ দেখা হলো না রনির!
বিধবার বিদ্যুৎ বিল ১৫০ টাকা হয়ে গেল সাড়ে ৫ হাজার টাকা
দুই সন্তান জন্মের পর স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ধর্ষণ মামলা
জিনের বাদশা সেজে প্রবাসীদের স্ত্রীর সঙ্গে ধোঁকাবাজি
চরফ্যাশনে স্বজনদের সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা
অবৈধ দখলে চলে যাচ্ছে পাউবো’র জমি ॥ নিরব কর্মকর্তারা



আর্কাইভ