শহীদ সৈয়দ মাকসুদুর রহমানকে বীরশ্রেষ্ঠ খেতাব প্রদানের দাবী

প্রচ্ছদ » ভোলা সদর » শহীদ সৈয়দ মাকসুদুর রহমানকে বীরশ্রেষ্ঠ খেতাব প্রদানের দাবী
শনিবার, ২৭ মার্চ ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলায় সামাজিক আন্দোলনের আলোচনা সভায় ভোলার কৃতি সন্তান মুক্তিযুদ্ধের শহীদ সৈয়দ মাকসুদুর রহমানকে বীরশ্রেষ্ঠ খেতাব প্রদানের দাবী এবং ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্থানি হানাদার বাহিনী ও তাদের দালাল চক্র যে হত্যাযজ্ঞ চালায় তার বিচার দাবী করা হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে ২৫শে মার্চ মিউনিসিপ্যাল কো-অপারেটিভ ভবনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মানবাধিকার কর্মী মোবাশ্বির উল্লাহ চৌধুরী। হত্যাযজ্ঞ ও দালালদের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক গোলাম মাহমুদ, সহকারী অধ্যাপক কামরুল আহসান, প্রভাষক তানবিরুল ইসলাম রনি প্রমুখ।
সভায় বক্তাগন বলেন, জাতির দুর্ভাগ্য স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধা, দালাল রাজাকার আলবদরদের প্রকৃত তালিকা করা যায় নি। মুক্তিযুদ্ধের সাথে কোন ধরনের সম্পৃক্ত না থাকা সত্বেও হাজার হাজার মানুষ বীর মুক্তিযোদ্ধা সেজে ভাতা নিচ্ছেন ও সম্মানিত হচ্ছেন। অথচ প্রকৃত মুক্তিযোদ্ধার অনেকেই এখনো তালিকাভুক্ত হয়নি।
সভার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন এটা খুবই দুঃখ জনক যে বহু রাজাকার বা রাজাকার আলবদরদের দোশররা এখন মুক্তিযোদ্ধা বনে গেছেন। বহু যায়গায় মুক্তিযোদ্ধা সংশদের উপজেলা ও জেলা কমান্ডার হয়ে গেছেন অমুক্তিযোদ্ধাগন। বহু বীর মুক্তিযোদ্ধাকে রাজনৈতিক কারনে স্বিকৃতি দেওয়া হয়নি। মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ বিমান বাহীনির অফিসার ভোলার ছেলে সৈয়দ মাকসুদুর রহমান সরকার পক্ষ ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিমান ক্রয় করার উদ্দেশ্যে ভোলাস্থ সরকারী ট্রেজারী ভেঙে টাকা সংগ্রহ করতে গিয়ে তিনিও তার কতিপয় সঙ্গী হত্যার স্বীকার হন। তিনি বলেন সৈয়দ মাকসুদুর রহমানকে বীরশ্রেষ্ট মতিউর রহমানের মতই মর্যাদা দেওয়া উচিত এবং তদন্ত করে বের করা উচিত কারা এই হত্যার সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ২৩:০০:০৮   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত
ভোলায় দিনমজুরদের শীতল পানি ও স্যালাইন বিতরণ করল ইসলামী ছাত্র আন্দোলন
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কেউ গুজবে কান দিবেননা ভোটারদের উদ্দেশ্যে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহার



আর্কাইভ