বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ফলোআপ : ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি : আজকের ভোলায় সংবাদ প্রকাশের পর সেই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

প্রচ্ছদ » জেলা » ফলোআপ : ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি : আজকের ভোলায় সংবাদ প্রকাশের পর সেই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত
সোমবার, ১২ জুন ২০১৭



---
শিমুল চৌধুরী ॥
আজকের ভোলায় সংবাদ প্রকাশের পর ইসলাম ধর্ম, পবিত্র হজ্ব ও তাবলিগ জামাত সম্পর্কে কটুক্তিকারি সোনালী ব্যাংক লিমিটেড ভোলা আঞ্চলিক শাখার বদলিকৃত এজিএম মধুসুদন হালদারের বিরুদ্ধে এবার তদন্তে মাঠে নেমেছে তদন্ত দল। জানা গেছে, সোনালী ব্যাংক লিমিটেড প্রধান শাখার একজন জিএম, দুই জন ডিজিএম ও একজন এজিএম’র সমন্বয়ে ৫ সদস্যের একটি তদন্ত দল সরেজমিনে অভিযোগের তদন্ত করার জন্য ঢাকা থেকে শনিবার ভোলা আসেন। ভোলায় এসে ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত সোনালী ব্যাংক লিমিটেড ভোলা আঞ্চলিক শাখায় অবস্থান করেন। তারা তদন্ত শেষে শনিবার রাতেই ঢাকায় ফিরে যান। তদন্ত দলের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংক লিমিটেড প্রধান শাখার জিএম, ডিজিএম নূরে আলম, স্বপন কৃষ্ণ দে ও এজিএম জাহাঙ্গীর আলম। দিনব্যাপী তদন্তকালে ওই তদন্ত দল সোনালী ব্যাংক লিমিটেড ভোলা জেলার সাত উপজেলার ১০ শাখার ১০জন শাখা ব্যবস্থাপক, ভোলা আঞ্চলিক শাখার কর্মকর্তা-কর্মচারি ও অভিযোগকারি ব্যাংকের অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তাদের লিখিত ও মৌখিক অভিযোগ গ্রহন করেন। এ সময় অভিযোগকারিরা তদন্ত দলের কাছে তাদের লিখিত ও মৌখিক অভিযোগ তুলে ধরেন।
এ বিষয়ে অভিযোগকারি সোনালী ব্যাংক লিমিটেড ভোলা আঞ্চলিক শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব সৈয়দ হারিছুর রহমান জানান, আজকের ভোলায় সংবাদ প্রকাশিত হওয়ায় শনিবার ঢাকা থেকে ৫ সদস্যের একটি তদন্ত দল ভোলায় এসে সোনালী ব্যাংক লিমিটেড ভোলা আঞ্চলিক শাখার বদলি হওয়া এজিএম মধুসুদন হালদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করেন। তিনি বলেন, আমরা এজিএম মধুসুদন হালদারের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত দলের কাছে পেশ করেছি। এখন তদন্ত দল এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি।
খবরের সত্যতা নিশ্চিত করে সোনালী ব্যাংক লিমিটেড ভোলা আঞ্চলিক শাখার ব্যবস্থাপক আলহাজ্ব তাজুল খালিদ রবিবার দুপুরে জানান, ইসলাম ধর্ম, পবিত্র হজ্ব ও তাবলিগ জামাত সম্পর্কে কটুক্তি করায় এ শাখার বদলিকৃত এজিএম মধুসুদন হালদারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছেন ওই ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব সৈয়দ হারিছুর রহমান। তার পক্ষে ভোলা জজ কোর্টের আইনজীবি এডভোকেট আলহাজ্ব বশির উদ্দিন আহম্মদ। এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার সকালে সোনালী ব্যাংক লিমিটেড ভোলা আঞ্চলিক শাখার এজিএম মধুসুদন হালদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় লোকজন। পরদিন এ সংবাদ আজকের ভোলায় প্রকাশিত হওয়ার পর ওই ঘটনা তদন্ত করতেই সোনালী ব্যাংক লিমিটেড প্রধান শাখার একজন জিএম, দুই জন ডিজিএম ও একজন এজিএম’র সমন্বয়ে ৫ সদস্যের একটি তদন্ত দল ঢাকা থেকে শনিবার ভোলা আসেন। অভিযোগকারিরা তদন্ত দলেল কাছে বিতর্কিত এজিএম মধুসুদন হালদারের বিচার দাবি করেছেন। তদন্ত দল তদন্ত শেষে শনিবারই আবার ঢাকা চলে যান।
উল্লেখ্য, ইসলাম ধর্ম, পবিত্র হজ্ব ও তাবলিগ জামাত সম্পর্কে কটুক্তি করায় সোনালী ব্যাংক লিমিটেড ভোলা আঞ্চলিক শাখার বদলিকৃত এজিএম মধুসুদন হালদারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেওয়ার পর স্থানীয় লোকজন তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও ডিসি-এসপির কাছে স্মারকলিপি দেন। এ খবর গত বুধবার আজকের ভোলার প্রথম পাতায় প্রকাশ হওয়ার পর মাঠে নেমেছে তদন্ত দল।
ওই দিনই বিতর্কিত এজিএম মধুসুদন হালদারকে ভোলা থেকে অন্যত্র বদলি করে দেন উর্ধ্বতন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬:১২:২০   ৯৬৩ বার পঠিত