বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল : উপমন্ত্রী জ্যাকব

প্রচ্ছদ » চরফ্যাশন » বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল : উপমন্ত্রী জ্যাকব
সোমবার, ১২ জুন ২০১৭



---
স্টাফ রিপোর্টার ॥
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি বলেছেন, শেখ হাসিনার নের্তৃত্বে দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনা মূল্যে সকল শিক্ষার্থীদের বই বিতরন করছেন আওয়ামী লীগ সরকার। কোন শিক্ষার্থী যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রাথমিক স্তর থেকে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন। শিক্ষার্থীদের স্কুলে শিক্ষার সু ব্যাবস্থা গ্রহনের জন্য প্রত্যেকটি উপজেলায় উন্নতমানের আধুনিক ভবন নির্মান করছেন এ সরকার। প্রত্যেক বিদ্যালয়ে যেন খেলার মাঠ থাকে সে দিকেও নজর দিয়েছেন। শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করার সকল উদ্যোগ গ্রহন করা হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল।
রবিবার সকালে মনপুরা উপজেলার হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, মনপুরা উপজেলায় কোন কাচা রাস্তা থাকবেনা। পর্যায়ক্রমে সকল কাচা রাস্তা পাকা করণ করা হবে। জ্যাকব বলেন, মনপুরা মানুষের প্রধান সমস্যা নদী ভাঙন। ইতিমধ্যে নদী ভাঙন রোধর জন্য ১৯২ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে নদী ভাঙন রোধ প্রকল্পের কাজ শুরু হবে। মনপুরায় দ্বিতল ডাকবাংলো, সাব রেজিষ্টার ভবন নির্মান, অডিটরিয়াম, খাদ্য গুদাম নির্মান, নতুন শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মান, আধুনিক কোর্টভবন নির্মান, ফায়ার সার্ভিস ভবন নির্মানসহ রাস্তা পাকা করন, বাজার উন্নয়নসহ অসংখ্য উন্নয়নমুলক কাজ করেছি। মনপুরাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সবকিছুই করা হচ্ছে। আধুনিক উপজেলা হিসেবে গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তথ্য প্রযুক্তি আমরা গ্রাম পর্যায় পর্যন্ত পৌছে দিতে সক্ষম হয়েছি।
হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সভাপেিত্ব অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবদীন আখন্দ, মনপুরা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ কে এম শাহজাহান, চরফ্যাশন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ভিপি, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউলাহ কাজল, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক প্রমূখ।
অনুষ্ঠানে চার তলা একাডেমিক ভবন উদ্বোধনের আগে হাজির হাট ইউনিয়ন পরিষদদে দুঃস্থদের মাঝে শাড়ি বিতরণ করেন প্রধান অতিথি। শাড়ি বিতরন শেষে ভূইয়ার হাট প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজ ও বিকল্প সড়ক ভিত্তিপস্তর উদ্বোধন করেন। সর্বশেষে মৃত জেলেদের পরিবারের মাঝে উপজেলা অডিটোরিয়ামে চেক বিতরণ করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এম.পি।

বাংলাদেশ সময়: ১৬:১১:০৫   ৬৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


প্রেমিকের সঙ্গে ‘বিয়ে’ রফাদফায় এসে কিশোর গ্যাংয়ের হাতে ধরা তরুণী, অতঃপর…
ইডেনের ছাত্রীর ৫ দিন ধরে অনশন, পালিয়েছে প্রেমিক
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিয়ের দাবিতে চরফ্যাশনে প্রেমিকের বাড়িতে ইডেন কলেজ ছাত্রীর অনশন
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
চরফ্যাশনে হাসপাতালে গৃহবধূর মৃত্যু সংবাদেই স্বামীসহ সবাই লাপাত্তা
মাদ্রাসা শিক্ষার্থীকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন
চরফ্যাশন-মনপুরার তিন ইউপি চেয়ারম্যান শপথ নিলেন
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
চরফ্যাশনে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি



আর্কাইভ