উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জলবায়ু » উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সোমবার, ২৫ জানুয়ারী ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
কোষ্টট্রাস্ট সিইপিআই প্রকল্পের উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মোকাম্মেল হক মিলনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহম্মদ রিয়াজ উদ্দিন। এসময় উপজেলা নাগরিক ফোরামের সদস্য বিলকিস জাহান মুনমুন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুসরিন আক্তার, এম মইনুল এসহান, নুরজাহান বেগম, মাহাবুব আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিইপিআই প্রকল্পের প্রযেক্ট অফিসার মোঃ সেলিম।

---

আলোচনা সভায় কৃষকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রান্তিক ও দরিদ্র কৃষকরা যাতে সরকারি সুবিধার আওতাভুক্ত হয় এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে কৃষি কর্মকর্তারা  যাতে  ইউনিয়ন পরিষদ বা নির্দিষ্ট স্থানে নিয়মিত উপস্থিত থাকেন সে ব্যাপারে প্রস্তাব তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, বর্তমান সরকার কৃষকদের ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করছেন। বর্তমানে দেশে বীজ, সার ও কীটনাশকের সুলভ ব্যবস্থা আছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা ফিল্ড সুপারভাইজার ব্লক সুপারভাইজার এর নিয়মিত পর্যবেক্ষণ করছেন। সরকার দরিদ্র ও প্রান্তিক কৃষকদের উন্নতির জন্য কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছে। দরিদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে সুবিধা বঞ্চিত না হয় সে বিষয়ে তিনি সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১:২২:৫৫   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জলবায়ু’র আরও খবর


ভোলায় জলবায়ুর দুর্গতদের জন্য গৃহীত প্রকল্পের সুবিধা পাচ্ছে না ভুক্তভোগীরা
ভোলায় দুর্যোগ ঝূঁকি ও প্রস্তুতিতে কমিউনিটি লিডারদের সক্ষমতাবৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ
উপকূল দিবসের দাবীতে সমাবেশ
উপকূল দিবসের দাবীতে সমাবেশ
বোরহানউদ্দিনে গ্লোবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন উপলক্ষে আলোচনাসভা মানববন্ধন ও র‌্যালি
ভোলায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ব্যাংকেহাটে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন
ভোলায় কমিউনিটি অপারেশন ম্যানুয়ালের উপর প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন
ভোলায় স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ভোলায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ভোলায় বিশ^ পরিবেশ দিবসে বৃক্ষরোপন কর্মসূচি



আর্কাইভ