অবহেলা-অনীহা : প্রত্যেকের মাস্ক পরা নিশ্চিত করতে হবে

প্রচ্ছদ » সম্পাদকীয় » অবহেলা-অনীহা : প্রত্যেকের মাস্ক পরা নিশ্চিত করতে হবে
সোমবার, ২৬ অক্টোবর ২০২০



বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রথম ধাক্কার পর অনেক দেশে দ্বিতীয়বার সংক্রমণ শুরু হয়েছে। বাংলাদেশেও আসন্ন শীতে এই ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজারের কাছাকাছি মানুষ। আক্রান্ত হয়েছেন চার লাখের উপর। করোনায় কেউ মা হারিয়েছেন, কেউ বাবা, কেউ ভাই-বোন, কেউ স্বামী বা স্ত্রী। কিন্তু তারপরও দেশের মানুষকে এ ব্যাপারে তেমন সচেতন হতে দেখা যায়নি। বিশেষজ্ঞদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, মাস্ক ব্যবহারে এই ভাইরাসের সংক্রমণ কমবে। পাশাপাশি প্রয়োজন অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা। কিন্তু রাস্তাঘাট, হাট-বাজার, অফিস আদালতে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি, অনেকে বিরত থাকছেন মাস্ক পরা থেকে। অথচ মাস্ক না পরা একজন করোনাভাইরাস বহনকারী রোগী থেকে আক্রান্ত হতে পারে অসংখ্য সুস্থ মানুষ। আবার তাদের থেকে আক্রান্তের ঝুঁকি থাকে পরিবারের অন্য সদস্যদের। গত ২১ জুলাই মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু তা শুধু প্রজ্ঞাপনেই সীমাবদ্ধ থেকেছে, কোথাও কড়াকড়ি আরোপের ঘটনা চোখে পড়েনি। মার্চের পর কয়েক মাস সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় মাস্ক পরার প্রবণতা লক্ষ করা গেলেও এ মুহূর্তে মাস্ক জিনিসটাকে যেন ভুলেই গেছে মানুষ। এমনকি সরকারি ব্যাংকসহ বিভিন্ন জায়গায় শুরুর দিকে মাস্ক পরার ব্যাপারে কড়াকড়ি থাকলেও বর্তমানে দেখা যায় কেউ মানছেন না সেটি। গণপরিবহনে মাস্ক পরার বাধ্যবাধকতা থাকলেও অনেককেই মাস্ক পরতে দেখা যায় না।
করোনার ভয়াবহতার কথা বিবেচনায় রেখে প্রত্যেকেরই মাস্ক পরা উচিত? অন্তত জনসমাগমের জায়গাগুলোতে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত। বাঙালি মাস্ক পরায় অভ্যস্ত নয়- এমন কথা অনেকে বলেন। কিন্তু সবকিছুর উপরে আমাদের বর্তমান পরিস্থিতির কথা ভাবতে হবে। নিজের পরিবারের অন্যান্য সদস্যের নিরাপদে রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে। আর সেজন্য মাস্ক পরার বিকল্প নেই। এটা ঠিক- শিশু, বয়স্ক ব্যক্তি, শ্বাসকষ্টের রোগীসহ অনেকের ক্ষেত্রে মাস্ক পরাটা সমস্যার। তাই তাদের উচিত জনসমাগম এড়িয়ে চলা, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণের আশঙ্কা প্রকাশ করে সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। এছাড়া মাস্ক না পরলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কোনো সেবা মিলবে না। এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়। এটি বাস্তবায়ন করাও জরুরি। এখন আমাদের শঙ্কার কথা মাথায় রেখে উপযুক্ত ভ্যাকসিন না আসা পর্যন্ত সামনের দিনগুলো পার করতে হবে। আর সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরের বাইরে মাস্ক পরার বিকল্প নেই। সবার পরিবার ও প্রিয়জনের সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে মাস্ক পরার বিষয়ে এগিয়ে আসতে হবে, অপরজনকে মাস্ক পরার পরামর্শ দিতে হবে। এক কথায় ব্যক্তিপর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রত্যেকের মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:০১:৪৫   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সম্পাদকীয়’র আরও খবর


ডলার বাজারে অব্যাহত অস্থিরতা
ইন্টারনেট প্যাকেজ নিয়ে প্রতারণা
রাজনৈতিক সংলাপের তাগিদ : সমঝোতার বিকল্প নেই
বাজারে কারসাজি
নৌ দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করুন
চিকিৎসক ধর্মঘট: রোগীদের জিম্মি করে কর্মসূচি অনৈতিক
নৌযানে অগ্নিদুর্ঘটনা রোধে পদক্ষেপ নিন
ফিটনেসহীন নৌযান: ভোলা নৌপথে দ্রুত ব্যবস্থা নিন
চরফ্যাশনের ঢালচর বনের ঢাল কারা?
বাজারে ভোক্তাদের নাভিশ্বাস : সরকারি প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব দৃশ্যমান হচ্ছে না



আর্কাইভ