ভোলার বিশিষ্ট ঠিকাদার শাহাবুদ্দিন মিয়ার কুলখানী অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলার বিশিষ্ট ঠিকাদার শাহাবুদ্দিন মিয়ার কুলখানী অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০



ইয়াছিনুল ঈমন ॥
ভোলার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সাদেক মিয়ার পুত্র ভোলার বিশিষ্ট ঠিকাদার শাহাবুদ্দিন মিয়ার কুলখানী মঙ্গলবার গোরস্থান মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জোহরবাদ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, পাতাবুনিয়া পীর সাহেব মাওলানা আহমদউল্লাহ তাহেরী। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, ভোলা জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, বিএনপি নেতা রাইসূল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, গোরস্থান মাদ্রাসার মুহতামিম মাওঃ আতাউর রহমান মমতাজী।

---

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোলার বিশিষ্ট ঠিকাদার শাহাবুদ্দিন মিয়া ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনি রোগজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২৪ আগস্ট সকাল ১১টায় গোরস্থান মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে তাকে গোরস্থান কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশগ্রহণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান প্রমুখ। জানাজা শেষে গোরস্থান কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০১:৩৩   ৮৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


দৌলতখানে উপজেলা নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ভোলায় পিপি লাভু’র জানাজায় তোফায়েল আহমেদ: ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন
রিকশার প্যাডেল চেপে জীবিকা জোগান বৃদ্ধ মালেক
ভোলা-ঢাকা নৌপথের কর্ণফুলী-৩ লঞ্চে অগ্নিকান্ড
ভোলা বারের পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু আর নেই
ভোলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা
ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন ভোলা থিয়েটারের কমিটি গঠন



আর্কাইভ